নিজস্ব প্রতিবেদক :: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ ছেলে, বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেছেন, ‘আপনারা জানেন, আমার মা বেগম তাহসিনা রুশদীর লুনা এক সময় স্কুল এবং কলেজের শিক্ষক ছিলেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে পদাসীন ছিলেন। আমার বিশ্বাস, শিক্ষার অগ্রগতির জন্য তার চেয়ে বেশি প্রচেষ্টা এই বিশ্বনাথ-ওসমানীনগরে কারো করার কথা না। ছোটবেলা থেকে তিনি আমাদের শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছেন বলে আজকে আমি ব্যারিস্টার হতে পেরেছি। আমার ছোটভাই ইংল্যান্ডে একটি বড় কোম্পানিতে একাউন্টে দায়িত্ব পালন করছে। আমার মায়ের কষ্ট এবং প্রচেষ্টার ফলে আমরা আজ পরিবার হিসেবে, মানুষ হিসেবে এই জায়গায় আসতে পেরেছি। সুতরাং, আপনারা দৃঢ় বিশ্বাস রাখতে পারেন, আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিণী, আমার মা তাহসিনা রুশদীর লুনা যদি সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন, তাহলে তিনি এই এলাকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।’
বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এবং যুক্তরাজ্য প্রবাসী এম লায়েবুর রহমান ও আব্দুস সালাম জুনেদের অর্থায়নে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
বক্তব্যে আবরার ইলিয়াস অর্ণব আরও বলেন, ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের যে সমস্যা রয়েছে, কয়েকজন বোন (ছাত্রী) সেগুলো সঠিকভাবে আমার সামনে উপস্থাপন করেছেন। আমি সত্যি আবেগ-আপ্লুত এবং কৃতজ্ঞ, আপনারা কলেজের প্রকৃত সমস্যা চিহ্নিত করে আমার সামনে যে উপস্থাপন করেছেন। আমি কথা দিয়ে গেলাম, অত্যন্ত দ্রুততা ও নিষ্ঠার সাথে এই সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেটা করবো।’ শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া জানালেও কলেজ ছাত্রদলের পক্ষে কোনো চাওয়া-পাওয়া না থাকায় ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, ‘কলেজ ছাত্রদলের পক্ষ থেকে চাওয়া-পাওয়া থাকা জরুরী ছিল। যখন কেউ কলেজ ছাত্রদলের সদস্য কিংবা ছাত্রদলের সাথে যুক্ত হবেন, তখন তাঁর মূল কাজ হবে কলেজের উন্নয়নে ভূমিকা রাখা। কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরা। এটা করলেই ছাত্রদলকে সফল করতে পারবেন।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বলেন, ‘আপনারা আপনাদের প্রথম তারুণ্যের ভোটটা ধানের শীষ প্রতীকে দেবেন-এই প্রত্যাশা এবং বিশ্বাস করি আমি। কারণ, আপনারা জানেন যে, এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমার পরিবার তথা আমার বাবা এম ইলিয়াস আলী সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে তিনি লড়েছিলেন বলে আজকে এই রকম একটি অবস্থা আমার বাবার এবং আমাদের পরিবারের হয়েছে। সুতরাং, বিশ্বনাথ-ওসমানীনগর তথা সিলেটের উন্নয়নে কোনো কিছু করতে আমরা আমাদের পরিবার কোনো কার্পণ্যবোধ করবো না।’
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মনোয়ার খানের সভাপতিত্বে এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি এম আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সহকারী অধ্যাপক ও জেলা বিএনপির সদস্য পারভেজ আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য আব্দুল কাইয়ুম, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি এমএ রহিম।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা তাজুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার সুইটি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কোহিনুর আহমদ নৌমি, কলেজ শিক্ষক দেলোয়ার আহমদ, বিশ্বনাথ উপজেলা কৃষক দল নেতা গণি শাহ প্রমুখ।













