Search

বিশ্বনাথে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে ‘টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন’র মাধ্যমে প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্বনাথ পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে ‘টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন’র টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। 

টিকাদানের প্রথম দিনেই বিশ্বনাথে এক সাথে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৮৬২ জন শিক্ষার্থীকে এক ডোজ করে টিকাদান করা হয়। তাছাড়া, এই কর্মসূচির আওতায় জন্মসনদ নেই-এমন শিশুরাও বিনামূল্যে এই টিকা পাবেন। টিকা থেকে বাদ যাবেন না পথশিশুরাও।

মাসব্যাপী বিনামূল্যের এই টিকাদান কর্মসূচি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে ওই টিকাদান কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর বাইরেও সব শিশুকে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে বিনামূল্যের এই টিকা।

ক্যাম্পেইনের সময় উপজেলার সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যস্ত সব শিক্ষার্থীদেরকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। 

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কমিউনিটির ‘৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী’ প্রায় ৫১ হাজার ৯০৮ জনকে এক ডোজ করে বিনামূল্যের ওই টিকাদান করা হবে বিশ্বনাথে। 

টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক সবিনয় দাশ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিমা আক্তার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট এ্যনেসথিসিয়া ডা. তপজিত ভট্টচার্য্য, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আলী আহমদ, স্বাস্থ্য পরিদর্শক অজিত রঞ্জন দেব প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত