Search

তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ : হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ গেট সংলগ্ন মাঠে বিশ্বনাথ পৌর ও উপজেলাবাসির ব্যানারে আয়োজিত মতবিনিময়সভায় এ এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আল্লাহ পাকের ইচ্ছায় আমি এমপি নির্বাচিত হই, সরকারের পক্ষ থেকে যদি ৬টি স্কুলের বরাদ্দ আসে তাহলে আমি ওসমানীনগরবাসীর হাতে-পায়ে ধরে এই ৬টি থেকে বিশ্বনাথের জন্য ৪টি বরাদ্দের ব্যবস্থা করব।’

তিনি বলেন, ‘আমার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আপনারা ইলিয়াস আলী ভাইকে খুঁজে পাবেন। তিনি এই আসনে তাঁর আমলে যে উন্নয়ন করেছেন, তা ভোলার নয়। আমি ব্যক্তিগতভাবেও ভুলতে পারব না। কারণ, আমার ঘরে ৯ বছর বয়সী ইলিয়াস নামে আমার ভাতিজা রয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক এই উপদেষ্টা বলেন, ‘দাবিদাওয়া আদায় করতে হলে শক্ত হাতে করতে হয় এবং শক্ত প্রতিনিধি লাগে। আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের দাবিদাওয়া আদায়ে দুর্নীতির ঊর্ধ্বে উঠে কাজ করব। তবে চলার পথে আমারও ভুলভ্রান্তি থাকবে, তবে ভালোর পাল্লাটাই বেশি থাকবে।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘আমি সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসন থেকেই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব। আর, এই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে-ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় এলে এই আসনে বিপুল উন্নয়ন করতে পারব।’

নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘বিশ্বনাথে দলকে শক্তিশালী করে বিএনপির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে।’

বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য কলচেস্টার বিএনপির সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন।

উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, সাজিদুর রহমান সুহেল, আব্দুর রশীদ ইউসুফ, আব্দুল আহাদ, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, আব্দুল আহাদ, জাহেদ আহমদ, সেজু আহমদ, ছাত্রদল নেতা আবদুর রব, রিজু আহমদ প্রমুখ।

সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা মিজানুর রহমান নাঈম।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত