সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দুটি গ্রামে শো’কের ছায়া নেমে এসেছে। মাত্র একদিনের ব্যবধানে সৌদি আরবে ইন্তেকাল করেছেন ওই ইউনিয়নের দুই প্রবাসী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে সৌদি আরবের জেদ্দার ইস্ট জেদ্দা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে আবুল খয়ের আবুল (৫০)। দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অন্যদিকে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধার দিকে আগে সৌদি আরবের কিং আব্দুল আজিজ হাসপাতালে ইন্তেকাল করেছেন খাজাঞ্চী ইউনিয়নের হামদরচক গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে মুক্তার হোসেন। প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তা টাইফয়েডে রূপ নেয় এবং শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তার হোসেন সম্প্রতি (২১ জুন) দেশে ফিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১১ সেপ্টেম্বর আবার সৌদি আরব পাড়ি জমান। মুক্তার হোসেনের পিতাও, মখলিছ মিয়া, সৌদি আরবেই ইন্তেকাল করেছিলেন।
একদিনের ব্যবধানে খাজাঞ্চী ইউনিয়নের দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।