বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স বিশ্বনাথ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সেখানকার স্থানীয় ক্যাথসীমা সোনারবাংলা রেস্টুরেন্টে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, পৌর বিএনপির সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য সচিব মোহাম্মেদ শামসুদ্দিনের সঞ্চালনায় কাউন্সিল পূর্ব সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন দাবিদার তাহসিনা রুশদীর লুনা।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন ফোরামের সদস্য আব্দুল লতিফ নাঈম।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা মো. আশিক মিয়া, মো. আছাব আলী, আমির আলী, ইকবাল হোসেন জগলু, চমক আলী, সাইম উদ্দিন, জাহিদ হোসেন হেলাল, আমিনুল হক, রায়হান আহমেদ, আবুল লেইস, ফোরামের সদস্য শামীম আহমেদ, মামুন আহমেদ চৌধুরী, তারেক তানভীর আজাদ, শাহ সুমন আমীন, মো. সাজ্জাদ মিয়া, নজির আহমেদ, সাদেক আলী, বাসিত হোসেন, মো. আতিকুর রহমান, মোস্তফা আলী, এনামুল হক, জুনেদ আহমেদ জিসান, মাসুদ আহমদ, আবুলেইস, মিজানুর রহমান মিজান, জামাল উদ্দিন, সাইদুর রহমান, আতিকুর রহমান দুলাল, নিজাম উদ্দিন, ইলিয়াস আলী, জয়নাল, জাহেদ, তারেক, আলী, বুরহান, ফরিদ, বাবুল আলী, শাহ্ জামাল হোসেন, রায়হান আহমদ, এরশাদ হোসেন, খলিল হোসেন, বাবুল আহমেদ, মাসুদ আহমেদ লালু, সজীব আহমেদ, হেলাল মিয়া, ইকবাল হোসেন, রোমান উদ্দিন, সম্রাট হোসেন, সাদেক মিয়া, মামুন, খালিক, রাজু, সামাদ, ইসলাম উদ্দিন, আলী হোসেন, সুরুজ আলী, জহির মিয়া, মো. আছকির আলী, মো. মিসবাহ আহমেদ, কয়েছ আহমেদ, শাহেদ আহমেদ, আহমদ আলী, রাসেল আহমদ, জুনায়েদ আলী, মো. আহমদ মিসবাহ প্রমুখ।
কাউন্সিলে সদস্যবৃন্দের দীর্ঘ আলোচনার মাধ্যমে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং তাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
পরে, সদস্যবৃন্দের প্রত্যক্ষ ভোটে সংগঠনের সভাপতি পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ শামসুদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্ সুমন আমিন পান ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিজান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বুরহান উদ্দিন পান ১৩ ভোট। এছাড়াও, একই পদে প্রতিদ্বন্দ্বীতা করে মাসুদ আহমেদ সুমন পান ১২ ভোট ও ইরসাদ হোসেন পান ৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন জামাল উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ আহমেদ পান ২০ ভোট। এছাড়াও, একই পদে প্রতিদ্বন্দ্বীতা করে এনামুল হক পান ৯ ভোট ও আব্দুল লতিফ নাঈম পান ২ ভোট।
সংগঠনের সদস্যদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত কাউন্সিলে বিরাজ করে উৎসবের আমেজ।
কাউন্সিল পূর্ব সভায় সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি মুজাহিদ আলী, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল খাঁনের মৃত্যুতে এবং সাবেক ছাত্রনেতা তারেক তানভীর আজাদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে, ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে স্বাগত জানিয়েছেন সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ। তাদের প্রত্যাশা, এই কমিটির তারুণ্য নির্ভর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স বিশ্বনাথ উপজেলা শাখা আরও বেশি সুসংগঠিত হবে।
সবশেষে, নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকলকে মিষ্টিমুখ করিয়ে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আহমেদ নুর উদ্দিন।-প্রেসবিজ্ঞপ্তি