নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়ার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার (এসপি) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন শিল্পী বেগম নামের এক ভুক্তভোগী নারী। তাঁর বাড়ি উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সশরীরে হাজির হয়ে তিনি এ অভিযোগ দেন।
অভিযোগপত্রে শিল্পী বেগম উল্লেখ করেন, ‘আমি একজন সহজ সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নারী। আদালতে আমি একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি তদন্ত করতে বিশ্বনাথ থানাকে নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া। তাকে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ইতোমধ্যে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। এখন, তিনি আমার কাছে আরও ১০ হাজার টাকা দাবি করেছেন। না দিলে তিনি আমার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করবেন না।’
শিল্পী বেগম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের কাছে বিনীত অনুরোধ জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘এই বিষয়ে আমি অবগত নই’।
এ বিষয়ে বক্তব্য নিতে সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে, সেটি রিসিভ করা হয়নি।