Search

বিশ্বনাথে বোনের তথ্য গোপন করে নামজারির চেষ্টা, যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বোনের তথ্য গোপন করে নিজের নামে নামজারি করার দায়ে সোহেল আহমেদ নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ রায় ঘোষণা করা হয়। পরে, থানা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।

দণ্ডপ্রাপ্ত সোহেল আহমেদ বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

তথ্যটি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফর রহমান। 

তিনি জানান, সোহেল আহমেদ উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে স্বেচ্ছায় উত্তরাধিকারী সনদে এক বোনের তথ্য গোপন করে ওয়ারিশ হিসেবে নিজের নামে নামজারি করার জন্য অসত্য তথ্য প্রদান করেন। এতে, সরকারি কর্মচারীর কার্যসম্পাদনে বিঘ্ন সৃষ্টি হয়। পরে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধি ১৮৬০ অনুসারে আদালতে এ রায় প্রদান করা হয়।

বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার জানান, ‘সুহেল আহমদ আমার পূর্ববর্তী চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসেন। সেই সার্টিফিকেটের তথ্য অনুযায়ী আবারও তাকে নতুন ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করা হয়।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত