Search

বিশ্বনাথে মিলাদুন্নবী’র বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ র‌্যালী বের হয়। বিশ্বনাথ পুরানবাজারের লেচু মিয়া স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে সূচনা হয় র‌্যালীর।

পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন মাদরাসা-স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মুসলিম জনতা অংশ নেন।

এর আগে র‌্যালী পূর্ব আলেচনা সভায় সভাপতিত্ব করেন মিলাদুন্নবী উদযাপন কমিটির সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আখতার আলী। সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহসভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা নেছার আহমদ, মাইজগ্রাম দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, পৌর আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, লামাকাজি ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি হাফিজ শফিকুর রহমান, বিশ্বনাথ কামিল মাদরাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, সংগঠক সফিক আহমদ পিয়ার।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মোঃ আকমল হোসেন শাকুর, বিশ্বনাথ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মুবিন, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুল, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন তালুকদার, খাজাঞ্চি ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, রামপাশা ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওলানা মনসুর আহমদ বিপ্লবী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আল ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম, দশঘর ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি মোঃ শুয়াইবুল ইসলাম, বিশ্বনাথ পৌর তালামীযের সভাপতি আউয়াল হোসেন পারভেজ, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি মাওলানা আজাদুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত