নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের রামপাশা রোডের দলীয় কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনের পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং সিলেট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ছবি ও ফেস্টুন শোভা পায়।
পরে স্থানীয় প্রবাসী চত্বরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী সভাপতিত্বে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভয়হীনভাবে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছেন। আওয়ামী লীগের দুঃশাসনের সময় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী পুলিশি হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আজকের প্রচণ্ড রোদ উপেক্ষা করে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে, বিশ্বনাথের মানুষ বিএনপিকে আন্তরিকভাবে ভালোবাসেন। আগামী নির্বাচনে বিশ্বনাথ-ওসমানী নগরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। তাহলেই দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। আর, বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।