বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় চুরি, হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলায় চাচা-ভাতিজা সম্পর্কের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ অগাস্ট) দিবাগত রাতে উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওই গ্রামের মৃত আমান আলীর ছেলে জামাল উদ্দিন ও তাজ উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। যার নাম্বার সিআর ২৮/২০২৫।
মামলাটি দায়ের করেছেন জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী তৈমুছ আলীর কন্যা ও গৌছ আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম।
এছাড়াও, এজাহারে আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন জানাইয়া নোয়াগাঁ গ্রামের মৃত আমান আলীর ছেলে তাজ উদ্দিন, নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন, নিজাম উদ্দিনের স্ত্রী রত্মা বেগম এবং মৃত আফতর আলীর ছেলে সানুর আলী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ ও ২৫ ডিসেম্বর বিভিন্ন সময় অভিযুক্তরা বাদীর স্বামী গৌছ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে, তারা বাদীর পৈত্রিক ভিটায় অবস্থিত বসতবাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে বাদীর ভাবী ক্যান্সার আক্রান্ত রুবিনা বেগমের ৮ ভরি, বোন নিলুফা বেগমের ৮ ভরি এবং কানাডা প্রবাসী বোন ছায়ারুন নেছার ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং কিছু আসবাব পুকুরে নিক্ষেপ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করে। একইসঙ্গে তারা বাদীর ভাইয়ের মালিকানাধীন পার্শ্ববর্তী জমি থেকে জোরপূর্বক প্রায় ১০ মন পাকা ধান কেটে নিয়ে যায়।