Search

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য পদপ্রার্থী মুনতাসির আলীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পৌরশহরের সরকারি মডেল মসজিদের হলরুমে তিনি এ মতবিনিময় করেন।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দি¦তা করার সাংগঠনিক সিদ্ধান্ত পেয়েই আমি সহযোগিতা পাওয়ার আশায় আপনাদের কাছে ছুটে এসেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া নিয়ে এই আসনের মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিগত সময়ে সরকারের পাশাপাশি প্রবাসীদের সাপোর্ট নিয়ে উন্নয়নের দিক দিয়ে এই আসনের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। কারণ, আমাদের উন্নয়নের কোন ধারাবাহিকতা নেই। যেগুলো হয় সেগুলোরও সংস্কার হয় না। তার কারণ হচ্ছে, বিশ্বনাথের রাজনীতিতে মেধাবী রাজনীতিবিদের বড়ই অভাব রয়েছে। আমরা মেধাবী রাজনীতিবিদ সৃষ্টিতে কোন প্রকারের কাজ করছি না। ফলে, দেশের অন্যান্য এলাকার চেয়ে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি।’

তিনি আরোও বলেন, ‘জনগণের রায়ে আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দেবো সবচেয়ে বেশি। বিশ্বনাথে ইউএনও-এসিল্যান্ড আছেন, কিন্তু অবৈধ দখলে বিলীন হয়ে যাওয়া আমাদের শত শত গোপাট উদ্ধারের ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই। দিন দিন আমাদের পানি প্রবাহের প্রধান উৎস ‘বাসিয়া নদী’ ভরাট ও অবৈধ দখলের মাধ্যমে স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলেও তা পুনঃখনন বা অবৈধ দখল উচ্ছেদের জন্য নেই কোনো অভিযান।’

বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক মাওলানা ওলিউর রহমান, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি অধ্যক্ষ গৌছ উদ্দিন, মাস্টার আব্দুল বারী, তোফায়েল আহমদ, অধ্যক্ষ সায়েক আহমদ সায়েক, মাওলানা কামাল আহমদ, যুগ্ম সম্পাদক হাফেজ মুহসিন আহমদ, এনামুল হক, আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, প্রচার সম্পাদক রাসেল শিকদার, সদস্য জাহেদ জেহিন, আব্দুল মতিন প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত