Search

বিশ্বনাথে পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে সায়মা বেগম নামের ১৬ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। সায়মা ওই গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না সায়মা বেগমকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির পেছনের পুকুরে তাঁকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, বসতঘরের পেছনের দরজা খোলা থাকায় সকলের অগোচরে ওই দরজা দিয়ে বেরিয়ে পুকরের পানিতে পড়ে যায় সায়মা।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত