Search

বিশ্বনাথে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির নিন্দা-প্রতিবাদ

সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা কয়েস আহমদ সবুজের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (১৫ জুলাই) ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুক ও সাধারণ সম্পাদক শহিদ আহমদ মেম্বার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদল নেতা কয়েস আহমদ সবুজকে জড়িয়ে দৈনিক কামাল বাজার নামের ফেক ফেসবুক আইডি থেকে চাঁদাবাজীর নিউজ প্রচার করা হয়েছে। আমরা সরেজমিন তদন্ত করে ও কয়েস আহমদ সবুজের গ্রামের মুরুব্বিয়ানদের মাধ্যমে জানতে পেরেছি, তাদের পারিবারিক বিরোধের জেরে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পুঁজি করে কয়েস আহমদ সবুজকে জড়িয়ে চাঁদাবাজীর নিউজ প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলতঃ কয়েস আহমদ সবুজকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুণ্ন করতে একটি কুচক্রিমহলের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ওই মিথ্যা নিউজ। আমরা খাজাঞ্চী ইউনিয়ন বি.এন.পি কয়েস আহমদ সবুজের বিরুদ্ধে এই অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দৈনিক কামাল বাজার নামের ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত