নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতির মামলাসহ একাধিক মামলার আসামি বারিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বারিক মিয়া দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামের মমসর আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বারিক মিয়া একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, নারী নির্যাতন, মাদক, ছিনতাই ও মারামারির একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে একটি ডাকাতির প্রস্তুতির মামলায় (মামলা নাম্বার ৫, তারিখ ১০-১১-২০২৪) তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, বারিক মিয়াকে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।