নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্য বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) একে আজাদ ও সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়ার অলংকারী ইউনিয়নের অলংকারী (বড়বাড়ি) গ্রামের বাড়িতে গতকাল রবিবার দুপুরে অনুষ্ঠিত পারিবারিক অনুষ্ঠান রূপ নিয়েছিল বিএনপির নেতাকর্মী ও সুধীজনদের মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নেন অলংকারী ইউনিয়নবাসী। এসময় উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাইসহ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ অংশ নেন।
অনুষ্ঠানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অব.) মাওলানা শফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘এম ইলিয়াস আলীর সন্ধান এখনও মিলেনি। আমরা বিশ্বাস করি, সবার দোয়ায় তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। বর্তমানে তার অনুপস্থিতিতে আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি দেয়। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে সুন্দর দেশ ও সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’
অনুষ্ঠানের আয়োজক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, ‘ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার সহধর্মিণী তাহসিনা রুশদী লুনাই আমাদের জন্য প্রেরণার উৎস। তার নেতৃত্বে বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে নতুন গতি সঞ্চার হয়েছে।’