নিজস্ব প্রতিবেদক :: কেক কেটে সিলেটের বিশ্বনাথে দেশের অন্যতম শীর্ষ স্যাটেলাইট টেলিভিশন ‘এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে চলা ‘এনটিভি’ দীর্ঘপথ অতিক্রম করে ২৩তম বছরে পদার্পণ করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারের একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভি ইউরোপের বিশ্বনাথ প্রতিনিধি, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি কাওছার আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের উপ-পরিচালক মাওলানা মুক্তার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শামছুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সদস্য সালেহ আহমদ সাকি, বদরুল ইসলাম মহসিন, আফজাল মিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব, উপজেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের সহপরিচালক সেবুল আহমদ, ব্যবসায়ী খছরু ইমন, সংগঠক হেলাল আহমদ জাবেদ, হাবিবুর রহমান হাবিব, জুবায়ের আহমদ জয় প্রমুখ।