বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বর্তমান সময়ের বৃহৎ সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে সংগঠনটির লামাকাজী ইউনিয়ন শাখা। সোমবার (১ জুলাই) দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় লামাকাজী পয়েন্টে রেসকিউ লাইফ ব্লাড সোসাইটির সার্বিক সহযোগিতায় সারাদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।
রেসকিউ লাইফ ফাউন্ডেশন লামাকাজী শাখার সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুন নূর তুষার, প্রচার সম্পাদক ও প্রধান টেকনিশিয়ান খলিলুর রহমান, সদস্য রাজুল ইসলাম।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, রক্তদানের কার্যক্রম তরুণ ও যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। তরুণ প্রজন্মের দ্বারা এখন মানুষ সচেতন, তাই এই উদ্যোগ হাতে নিয়েছেন তারা। সাধারণ মানুষ ও তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং স্বেচ্ছায় যে কেউ অসহায় মুমূর্ষু রোগিকে নিজের ব্লাড গ্রুপ জেনে ব্লাড দান করতে পারেন, সে জন্যই এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশন লামাকাজী শাখার জ্যেষ্ঠ সহসভাপতি শাহেদ আহমেদ ছামী, সহসভাপতি শাহ্ মোশাররাফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক কৌশিক আচার্য্য, মাহির আহমেদ, অর্থ সম্পাদক ইকবাল হোসাইন, প্রচার সম্পাদক তাহসিন আহমেদ তারেক, সহপ্রচার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জয় দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হোসাইন আহম্মদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক আব্দুল মুমিন রুমন, কার্যকরী সদস্য এমদাদ হোসেন তানিম, সাগর দেব, জ্যেষ্ঠ সদস্য রুবেল আমীন, সদস্য মাসুম আহমেদ, আব্দুল করিম প্রমুখ।