নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান খাজাঞ্চী ইউনিয়নের ‘ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা’র শতবর্ষ উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে রঙ্গিন বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রথম রেজিস্ট্রেশন করেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ।
রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বুরজান ও ফুলতলা চা বাগানের উপমহাব্যবস্থাপক মুনসুর আহমদ পারভেজ, কামাল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও বিয়ানীবাজার রইছ উদ্দিন চৌধুরী জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শহীদ, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সাবেক সভাপতি কবির আহমদ কুব্বার, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল কাইয়ুম।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মিনার আহমদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম সচিব ও সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ উকিল। স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুখলিছুর রহমান, বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল ইসলাম, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী কুমার সাহা, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাছনু, শতবর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা মইনুল ইসলাম চুনু, সাজিদুর রহমান সুহেল, কামাল আহমদ, আব্দুল ওয়াদুদ সুবাহদার, আব্দুল আহাদ, গৌছ আহমদ বাবুল, সাজ্জাদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা কামাল আহমদ, মাওলানা আকিক আহমদ, মাওলানা রজব আলী, যুগ্ম সচিব জিয়াউর রহমান ও আতিকুর রহমান।