নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ড্রেস বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সদস্য সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. আজমত উল্লাহ খান, বাহাড়া-দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা কান্ত দাশ তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য আমির উদ্দিন।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী আল-আমিন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদ্য সাবেক ম্যানেজিং কমিটির সহসভাপতি ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মো. নূর উদ্দিন।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে উপস্থিত ছিলেন হারিছ উল্লাহ, আর্শ্বদ আলী, আনোয়ার হোসেন রানা, লিয়াকত আলী, বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা বেগম, ইমরানা বেগম, তানিয়া জাহান ফেরদৌস।