Search

বিশ্বনাথে প্রেমিকাকে ধর্ষণের দায়ে শ্রীঘরে প্রেমিক!

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মোজাহিদ আলী (৩০) নামে এক ব্যক্তিকে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের নজিবুল্লাহের ছেলে। সোমবার (৫ মে) দুপুরে তাকে সিলেটের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগের দিন রবিবার রাত ৩টায় ভুক্তভোগীর পিতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রায় মাসখানেক পূর্বে পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক মোজাহিদের সাথে পরিচয় ঘটে দৌলতপুর ইউনিয়নের ১৭ বছর বয়সের কিশোরীর। একই ইউনিয়নের মীরেরগাঁও চানপুর গ্রামে তাঁর নানা বাড়িতে যাওয়া-আসার সুবাধে তার সাথে পরিচয় হয় মোহাহিদের। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক মাস মন দেওয়া-নেওয়ার পর গত ৩ মে ওই কিশোরিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেনে আনেন প্রেমিক মোজাহিদ। কথামতো বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া ব্রিজে আসলে কিশোরি প্রেমিকাকে নিজের অটোরিকশায় তুলে সারাদিন ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় নিজ বাড়ির দক্ষিণের একটি কক্ষে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে রাতভর ধর্ষণ করেন মোজাহিদ। পরদিন ৪ মে ৯টার দিকে প্রেমিকাকে বাড়ির সামনের রাস্তায় রেখে যান তিনি।

এ ঘটনায় ওইদিনই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় মামলা (নাম্বার ৩) দিলে রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত