নিজস্ব প্রতিবেদক :: সুসাংবাদিকতার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সিলেটের ‘বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন-বিইউজে’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারে সংগঠনের কার্যালয়ে কেক কা’টা’র মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদ, সদস্য সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল হাসান, তৌফিকুর রহমান হাবিব ও মো. আব্দুল্লাহ প্রমুখ।