বিশ্বনাথটুডে স্পোর্টস ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের মিতালী যুব সংঘ তবলপুর আয়োজিত ২য় মিডবার ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে তবলপুর গ্রামের ফুটবল মাঠে কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ সম্পন্ন হয়।
এর আগে আনুষ্ঠানিকভাবে কোয়ার্টার ফাইনালের উদ্বোধন করা হয়। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জুবেল আহমদের সভাপতিত্বে সংগঠক আমির আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল প্রবাসী বিএনপি নেতা মিসবাউল হাসান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তি আবুল মিয়া, মখন মিয়া, বিএনপি নেতা আমরুশ আলী, আমির আলী, বাবুল মিয়া, সুলতান আহমদ, জেলা যুবদলের সদস্য তাজ উদ্দিন আহমেদ কিনু, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামাল আহমদ, যুবদল নেতা আনোয়ার আহমদ, জয়নাল আহমদ প্রমুখ।
কোয়ার্টার ফাইনালের ১ম ম্যাচে টিম হাজারীগাঁওকে ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে রমাইশাহ এন্ড ইউসুফ একাদশ বিজয়ী হয় এবং ২য় ম্যাচে ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় এগারো বন্ধু স্পোর্টিং ক্লাব খালপাড়।