Search

বিশ্বনাথে ৩৩৫ ব্যক্তি পেলেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ উপহার

নিজস্ব প্রতিবেদক :: ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ৫টি ওয়ার্ডের অস্বচ্ছল ৩৩৫ ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা ৩৫ হাজার টাকা উপহার দিয়েছে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। বুধবার (২৬ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই অর্থ উপহার দেওয়া হয়।

সংগঠক মুনসুর আলমের সভাপতিত্বে সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী বখতিয়ার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ড সদস্য রইসুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক জবির আহমদ নাজমুল।

বক্তারা বলেন, ‘খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে এতদঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। তাদের বেশকিছু ব্যতিক্রমী উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। বিশেষ করে, করোনা ও বন্যার সময় কখনও নিরবে আবার কখনো প্রকাশ্যে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, কর্মহীন ও ঘরবন্দী মানুষদের সহযোগিতা করেছে এই সংগঠনটি। এছাড়া, অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ বাচ্চাদের ভরণপোষণসহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, স্থানীয় ব্যবসায়ী আপ্তাব আলী, মনসুর আলী, মোহাম্মদ নুরুজ্জামান, এসোসিয়েশনের ওয়ার্ড প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান, ইরন মিয়া, আব্দুল হান্নান জাকারিয়া, মোহাম্মদ ফাহিম আহমদ, মারুফ আহমদ।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংগঠক মারুফ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমদ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত