নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৪ ও ৫ নাম্বার ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয় রাজাগঞ্জ সংলগ্ন কান্দিগ্রাম দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়।
৪ নাম্বার জামায়াতের সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ৫ নাম্বার ওয়ার্ড জামায়তের সভাপতি আব্দুছ ছালামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শুরার সদস্য ও সহকারী অফিস সম্পাদক আব্দুল কাইয়ূম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, অফিস ও পাঠাগার সম্পাদক আব্দুল মালিক, প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আলী, শুরা ও কর্মপরিষদ সদস্য ও খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার আবুল কালাম, ৪ নাম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আব্দুল হাকিম, ৫ নাম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম রাসেল, সংগঠক মাসুক মিয়া, হুশিয়ার আলী, মাওলানা আব্দুল কাদির, ফখরুল ইসলাম, তাসনিম আহমদ প্রমূখ।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংগঠক মারজান আহমদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা ফারুক আহমদ।