সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নাম্বার চট্ট ২১৫৯) অন্তর্ভূক্ত বিশ্বনাথ উপজেলা উপকমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের রামপাশা রোডে একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা উপকমিটির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুলের সঞ্চালনায় ইফতার মাহফিলে অংশ নেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহসাধারণ সম্পাদক বিলাল মিয়া, দপ্তর সম্পাদক বিলাল আহমদ, দ্বিতীয় সদস্য শফিক মিয়া, সাবেক সভাপতি শ্রী আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সহসভাপতি জুবের আহমদ, কার্যকরী সভাপতি আরফান মিয়া, সভাপতি পদপ্রার্থী মোহাব্বত আলী মোল্লা, দপ্তর সম্পাদক পদপ্রার্থী ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজির উদ্দিন কালা মিয়া, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সদস্য পদপ্রার্থী আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা উপকমিটির সহসভাপতি ফারুক মিয়া, সহসাধারণ সম্পাদক জুলহাস মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া, কোষাধ্যক্ষ সুন্দর আলী, সদস্য জলিল মিয়া, ওয়ারিছ মিয়া, আকবর আলী প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যা্য্য অধিকার বাস্তবায়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না। শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং কোন ধরণের হয়রানির শিকার না হন, সেদিকে সরকারসহ সবাইকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
তারা আরও বলেন, শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করছে এবং আগামীতেও শ্রমিকদের সবধরণের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম।-প্রেসবিজ্ঞপ্তি