Search

বিশ্বনাথে ফ্ল্যাটে মশারির স্ট্যান্ডে ঝুলছিল যুবকের লা শ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডে ঝুলন্ত থাকা যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পৌরশহরের নতুন বাজারের রামপাশা রোডের রোজি’স টাওয়ার নামের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আব্দুল মুকিত (৩৫)। তিনি বিশ্বনাথ পৌরসভার মিরেরচর (মোল্লাবাড়ি) গ্রামের আব্দুস শহিদের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আব্দুল মুকিত বিশ্বনাথ পৌরশহরে একটি সুপারশপে চাকরি করতেন। রামপাশা রোডের রোজি’স টাওয়ারে তার প্রবাসী বোনের একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে কোনো ভাড়াটে থাকতেন না। ফ্ল্যাটটি দেখাশোনা করতেন মুকিত। শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় তাঁর খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। সেহরির সময়ে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের মাধ্যমে তারা জানতে পারেন, ওই ফ্ল্যাটের ভেতরে বাতি জ্বলছে। পরিবারের লোকজন সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। তবে, দরজা-লাগোয়া জানালার গøাস খোলা দেখতে পান এবং সেই জানালা দিয়ে দরজার ছিটকিনি খুলে একটি কক্ষের মশারির স্ট্যান্ডে মুকিতের অর্ধঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এটি হত্যাকান্ড। কারণ, লাশের পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। একটি পা মশারির স্ট্যান্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধাও ছিল।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের ময়নাতদন্ত করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত