Search

বিশ্বনাথে ইসলামী যুব সংস্থা তেলিকোনার ক্বেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘ইসলামী যুব সংস্থা তেলিকোনা’র ১০ম ইফতার মাহফিল এবং ৩য় ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানসমূহ সম্পন্ন হয়।

প্রথমে ক্বেরাত প্রতিযোগিতার যাচাই-বাছাই পর্বে উত্তীর্ণ দশ প্রতিযোগি নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব। বিচারকের দায়িত্ব পালন করেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা ক্বারী কামরুল হুদা ও ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী মুছাদ্দিক হোসেন হাবীব।

পরে, সংস্থার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক সাদিক আহমদ হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গেরকাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, লজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব নুরুল হোসেন, আব্দুস সবুর, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আলিম উদ্দিন, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আশিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, দারুল ক্বেরাত তেলিকোনা এলাহাবাদ মাদ্রাসা শাখার নাজিম আজমল হোসেন বুলবুল, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা, ছহিফাগঞ্জ এস ডি আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মোছাদ্দিক হোসেন হাবীব, বুরাইয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মাসুম আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ইউরোপ প্রবাসী শামীম আহমদ৷

শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংস্থার সহসাধারণ সম্পাদক হাফেজ আহসান উদ্দিন ও নাতে রাসুল সা. পরিবেশন করেন সংস্থার সাধারণ সম্পাদক মুহাইমিনুল হক মাহী।

শেষে মিলাদ, দোয়া ও ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত