Search

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোঘণা করা হোক : তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই, ডিসেম্বরে নির্বাচন হলে সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক। আমরা চাই, আমাদের এলাকার যারা আছেন, আপনারা এতদিন কথা বলতে পারেন নাই। আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে (যে ঐক্যের মাধ্যমে আমরা হাসিনাকে বিতাড়িত করেছি), আমাদের দলীয় ঐক্যের মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামীতে একটি ভোট বিপ্লবের মধ্যদিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা করুন। মানুষকে ভয়, হুমকিধামকি দেখিয়ে কিংবা জুলুম-অত্যাচার করে নয়, মানুষের সাথে ভাল ব্যবহার করে, তাদেরকে সাহায্য-সহযোগিতা করে ঐক্যের মাধ্যমে, ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে জয়ী করুন।’

সোমবার (১৭ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দলের নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের একটি কনভেনশন সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদ আহমদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এম. ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহসভাপতি দিলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ সবুজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা গোলাম আকবর, কৃষকদল নেতা আশিকুর রহমান, আমির আলী, ছাত্রদল নেতা খালেদ আহমদ, লায়েক আহমদ, রাসেল আহমদ রায়হান প্রমুখ।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা তালুকদার জহির আহমদ ও শেষে দোয়া পরিচালনা করেন মাহফিলের সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত