Search

বিশ্বনাথে বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় ৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের সদস্য ও রামপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল গণি মিয়াকে কোপানোর ঘটনায় কুখ্যাত ইয়াবা কারবারি তবারক আলীকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) তাঁর ছেলে মোহাম্মদ মাছুম আহমদ তার বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে বিশ্বনাথ থানায় মামলাটি (মামলা নাম্বার ১০) দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৪৫), আইয়ুব আলীর ছেলে সুহেল আহমদ (৩৫) ও জুয়েল আহমদ (৩০), সিকন্দর আলীর ছেলে রইছ আলী (৫০), হেলাল আহমদের ছেলে শাওন আহমদ (২২), ময়না মিয়ার ছেলে জলাল মিয়া (৩২) ও পংকি মিয়া (৫৫) এবং মনোহরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ওয়াহিদ মিয়া (৩২)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, পূর্ববিরোধের জেরে বুধবার (১২ মার্চ) রাত ৭টা ৫০মিনিটে তার বাবা আব্দুল গণি মিয়া তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় উল্লেখিত অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করেন। এক পর্যায়ে প্রধান অভিযুক্ত তবারক আলীর নির্দেশে চুনু মিয়া কুড়াল দিয়ে পেছন থেকে তাঁর বাবার ওপর আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর আরও অন্য অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন।

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, হামলার এক পর্যায়ে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে হত্যার চেষ্টা চালায় এবং ঘটনাস্থলে থাকা মাসুক মিয়াকে হুমকি দেয়। পরে, স্থানীয়রা গুরুতর আহত আব্দুল গণি মিয়াকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘মামলার ৫ নাম্বার আসামী রইছ আলীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত