নিজস্ব প্রতিবেদক :: সিলেটে রাবার বাগানের টিলায় নিয়ে গিয়ে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ছড়ারগাং এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দু’জন হলেন শাহপরান থানার দলুইপাড়া এলাকার মোহাম্মদ রাকিব মিয়া এবং উত্তর মোকামের গোলপীর বাজার এলাকার আব্দুর রহিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মানসিক ভারসাম্যহীন। তিনি সোমবার শাহপরান মাজারে ঘুরতে এসেছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার জন্য তিনি লেগুনা চালক আব্দুর রহিমের গাড়িতে উঠেন। পরে, আব্দুর রহিম ও তার সহযোগী রাকিব মিয়া তাকে রাবার বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় আশপাশের শ্রমিকরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন এবং স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’