নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুবু জুবায়ের বলেছেন, ‘মানুষের তৈরী করা আইন দিয়ে, মানুষের তৈরী করা কোন ব্যবস্থা দিয়ে মানুষের কল্যাণ করা সম্ভব নয়। মানুষের কল্যাণের জন্যে, মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ আইন ছাড়া, বিধান ছাড়া মানুষের কল্যাণ কোনো অবস্থাতেই সম্ভব নয়। কোরআন নাজিলের মাধ্যমে আমাদের সব কিছু ব্যবস্থা করেছেন মহান আল্লাহ।’
বুধবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্বনাথ পৌরশহরের আল-হাবিব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালামের সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা জামায়াতের সহকারী অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, বিশ্বনাথ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।