Search

বিশ্বনাথে চার ব্যবসায়ীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজার ও পুরানবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনে অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখায় দুই সবজি ব্যবসায়ী ও দুই মুদি দোকানীকে পৃথক মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা, পৌরসভার লাইসেন্স পরিদর্শক ও বিশ্বনাথ থানা পুলিশের সদস্যরা।

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, ‘অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত