নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত ২য় রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন হয় টুর্নামেন্টের।
এসোসিয়েশনের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে বাতিঘরের সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান আশিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সিলেট জেলা জজকোর্টের আইনজীবী মাস-উদ হাসান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমির উদ্দিন, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল আশিকী ও রাজা মিয়া প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে অরেঞ্জ মোবাইল গার্ডেন করিম উল্লাহ মার্কেটকে হারিয়ে শানুর জুটি রহিমপুর বিজয়ী হয়।