নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামের ২ বছর বয়সি এক শিশুর সলিল সমাধি হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মুনতাহা ওই গ্রামের আশিক আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশ্ববর্তী পুকুরে শিশু মুনতাহার লাশ ভেসে উঠে। দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন প্রতিবেশিরা। এর আগে, তিনি তার মায়ের সাথেই ওই পুকুরে গিয়েছিলেন। কাজ শেষে মা ফিরলেও প্রতিবেশী শিশুদের সাথে খেলায় অংশ নেন মুনতাহা। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে তার সলিল সমাধি হয়।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’