Search

বিশ্বনাথে স্ত্রীর জানাজার সময় মারা গেলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক :: স্ত্রীর মৃত্যুশোক বেশি সময় সইতে পারলেন না শতবর্ষী স্বামী। প্রিয়তমা স্ত্রীর জানাজার নামাজের সময় নিজেও পাড়ি জমালেন না ফেরার দেশে। ৭৫ বছরের সংসার জীবনে রেখে গেলেন ভালবাসার অনন্য নিদর্শন।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইলামেরগাঁও (আটঘর) গ্রামের শতবর্ষী জমশিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বার্ধক্যজনিত রোগে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মৃত্যুবরণ করেন। তাঁর জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয় রবিবার সকাল ১১টায়। শনিবার রাতে এশার নামাজ শেষে কিছুসময় কুরআন তেলাওয়াত করেন স্ত্রীর মৃত্যুতে শোকাহত জমশিদ আলী। রবিবার সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। এরপর, স্ত্রীর জানাজার নামাজের জন্য নির্ধারিত সময়ের ঠিক আগমূহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পারিবারিক সূত্র আরও জানায়, জমশিদ আলী-হাওয়ারুন নেছা দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হাওয়ারুন নেছাকে এবং বিকেলে তাঁর পাশেই দাফন করা হয় জমশিদ আলীকে।

একই ওয়ার্ডের স্থানীয় নকিখালি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ কাওছার খান বলেন, ‘প্রায় সময়ই তারা দুজনকে একসাথে হাত ধরাধরি করে আমার দোকানের সামনে দিয়ে চিকিৎসকের কাছে যেতে দেখেছি। এ রকম দম্পতি খুব কমই দেখেছি। আজ একসাথেই তারা কবরে চলে গেলেন। এ রকম ঘটনা সত্যিই বিরল।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত