নিজস্ব প্রতিবেদক :: প্রায় অর্ধ লক্ষ দর্শকের উপস্থিতিতে সিলেটের বিশ্বনাথের ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের জমজমাট ফাইনাল ম্যাচ ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌরসভার জনতা সংঘ শ্রীধরপুর ফুটবল খেলার মাঠে প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে সাড়াজাগানো এই ফুটবল টুর্ণামেন্টের।
ফাইনাল ম্যাচে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফুটবল দল পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন একাদ্শ ২-১ গোলের ব্যবধানে একই ইউনিয়নের সাতপাড়া গ্রামের বিলাল এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার হিসেবে নগদ ২ লক্ষ টাকা ও একটি ট্রফি তুলে দেয়া হয়। খেলায় ম্যান অব দ্য ফাইনাল হন মধ্যআফ্রিকার দেশ কঙ্গো থেকে আগত পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন একাদশের খেলোয়াড় সুলেমান কিংস। খেলায় উভয় দলে বিশ্বনাথের স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দল ও নাইজেরিয়া, কঙ্গো, ঘানা, আইভেরিকোস্ট, ক্যামেরুন, ঘানা থেকে আগত ফুটবলাররা অংশ গ্রহণ করেন।
ফাইনাল ম্যাচ উপভোগ করা দর্শকদের জন্য জনতা সংঘ শ্রীধরপুরের ব্যবস্থাপনায় পরিচালিত র্যাফেল ড্র’তে ছেলে কামরান আহমদের নাম দিয়ে অংশ নিয়ে নগদ ১ লক্ষ টাকা জিতে নেন উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল (কাদিপুর) গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক আজম আলী।
ফাইনাল ম্যাচ শেষে টুর্ণামেন্টের অর্থদাতা, যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী। বক্তব্যে তিনি বলেন, ‘হারিয়ে যাওয়ার পথে থাকা ফুটবল খেলার ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদের সন্তানদের সৎ ও নিষ্টাবান হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্ম আগামীতে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। তাই, তাদেরকে সুশিক্ষা গ্রহণ করতে হবে এবং শরীর গঠনের জন্য খেলাধুলা করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে থাকা বিদেশমুখি প্রবণতা কমিয়ে এনে লেখাপড়ায় মনোযোগি হতে হবে।’ তিনি আরোও বলেন, ‘এম ইলিয়াস আলীর আদর্শ ধারণ করে এই অঞ্চলকে ক্রিড়াবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় প্রবাসী, বিত্তবান ও রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, চেম্বার অব কমার্স লন্ডন রিজিওনের সদস্য ও টুর্ণামেন্টের অর্থদাতা তোফাজ্জল আলম তোফায়েল।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট’র প্রধান সমন্বয়ক, যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না।
এদিকে, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ৫ম আসর সফলভাবেমসম্পন্ন হওয়ার সাথে সাথেই শুক্রবার রাতেই স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ‘৬ষ্ঠ আসর’ আরও জাঁকজমকভাবে আয়োজন করার ঘোষণা দেন আয়োজকেরা। টুর্ণামেন্টের ৬ষ্ঠ আসরে আরও অনেক বিষয়ে নতুনত্ব থাকবে বলে তারা সাংবাদিকদের জানান। এর মধ্যে উল্লেখযোগ্য চমক হিসেবে ৬ষ্ঠ আসরের ১ম পুরস্কার থাকবে নগদ ৫ লক্ষ টাকা ও একটি ট্রফি এবং ২য় পুরস্কার থাকবে নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি। এ ছাড়াও প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে র্যাফেল ড্র ও সেরা দর্শকের পুরস্কার।
লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের অর্থদাতা ও চেম্বার অব কমার্স লন্ডন রিজিওনের সদস্য তোফাজ্জল আলম তোফায়েল সভাপতিত্বে সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য নবীন সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টুর্ণামেন্টের অর্থদাতা, যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, প্রধান সমন্বয়ক, যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, টুর্ণামেন্টের অর্থদাতা আবুল কালাম, খলিল মিয়া, রাসেল আহমদ, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ক্রিড়া ধারাভাষ্যকার আব্দুল আহাদ, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি বাবরুছ আলী, জনতা সংঘ শ্রীধরপুরের সাধারণ সম্পাদক কয়েছ শিকদার প্রমুখ।