নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত ‘মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট সিজন-৫ এর ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রথমে ফাইনাল খেলার উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে খান রয়্যালস ও ব্যাচ-২০০৭ (চান্দভরাং হাইস্কুল) ক্রিকেট ক্লাব একে অপরের মোকাবেলা করে। হাড্ডাহাড্ডি লড়াই করে খান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্যাচ-৭।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ব্যাচ-৭ এর রাবেল আরিফ, ম্যান অব দ্য টুর্ণামেন্ট হন খান রয়্যালসের সোহেল আহমদ, লীগ সেরা উদীয়মান খেলোয়াড় বিবেচিত হন পার্ট অব হিউম্যানিটির নাহিদ ইসলাম, সেরা উইকেট শিকারী বিবেচিত হন ব্যাচ-৭ এর রেজা এবং সেরা ব্যাটসম্যান বিবেচিত হন খান রয়্যালসের সোহেল আহমদ।
মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে ক্রিড়া সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। তিনি তাঁর বক্তব্যে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট সিজন-৫ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখতে নিজের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়ানুরাগী মতছির আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা শামসুল ইসলাম সমুজ, বখতিয়ার আলী, ছাদিকুর রহমান, হাজী রুশমত আলী, ছুলেমান আলী মাস্টার।