Search

বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ আলী আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগের দিন শনিবার (১৮ জানুয়ারি) রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার খাটের নিচ থেকে সাদা পলিথিনের বস্তায় রাখা ভারতীয় ৮ বোতল এসিব্লাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আলী আহমদ মাদক চোরাচালান ও বিক্রির সাথে জড়িত। ঘটনার দিন বিক্রির উদ্দেশ্যে মাদকের এ চালান তিনি হেফাজতে নিয়ে নিজ বসত ঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেটের আদালতে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত