Search

বিশ্বনাথে প্রবাসী আব্দুল আলীম ও সাংবাদিক নবীন সোহেল সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক :: দেশে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলীমকে বিদায় সংর্ধনা এবং সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল একাডেমী। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরশহরের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে দু’জনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলীম বলেন, দুই বছরে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট অনেক সফলতা অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আশার কথা হচ্ছে, ট্রাস্টের উদ্যোগে পৌর এলাকায় একটি স্টেডিয়াম নির্মাণসহ বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমাদের।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী সদস্য ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল তাকে সংবর্ধনা প্রদান করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে সমাজকল্যাণ সম্পাদক আরকুম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ট্রাস্টের বাংলাদেশ কমিটির সহসভাপতি রাসেল আহমদ।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত