Search

৫ প্রবাসীর সাথে বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের মতবিনিময়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তোফাজ্জল আলম তোফায়েলসহ যুক্তরাজ্য প্রবাসী নেতাদের সাথে বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্নার সভাপতিত্বে সাধারন সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান, লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের অর্থদাতা ও মিডিয়া ব্যক্তিত্ব তোফাজ্জল আলম তোফায়েল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শানুর আলী, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন শাহ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের উচিত, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব বজায় রাখা এবং একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী এবং দায়িত্বশীল পেশার উদাহরণ স্থাপন করা। সকলের ঐক্যই বিশ্বনাথের মানুষের আস্থা অর্জনের প্রধান চাবিকাঠি। এসময় মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের ঐক্যের প্রশংসা করেন এবং সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায় তাদের প্রতি ধন্যবাদ জানান বক্তারা।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য এমআর টুনু তালকদার (আনন্দ টিভি)।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক হেলাল মিয়া, ক্রিড়া সংগঠক কয়েছ শিকদার, ব্যবসায়ী নাসির উদ্দিন, আব্বাস খান, সংগঠক আব্দুন নুর তুষার।

প্রেস ক্লাবের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), বর্তমান যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (সিলেট প্রতিদিন), সদস্য সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) ও বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।

অনুষ্ঠান শেষে প্রবাসীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত