নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ‘ইমাদ সিক্সার্স’র জার্সি উন্মোচন করা হয়েছে। গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং কমিউনিটি প্রাইমারী স্কুল মাঠে ‘ইমাদ সিক্সার্স’র চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকা প্রবাসী মনসুর আহমদের ব্যবস্থাপনায় এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিহাব আহমদের সভাপতিত্বে ক্রিকেটার জাহির আহমদের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সহসভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু, নির্বাহী সদস্য ও ইমাদ সিক্সার্স’র উপদেষ্টা পিয়ার আলী, মেন্টর মোল্লা মো. লিটন, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মিসবাহ খান, আমিন সিক্সার্সের টিম ম্যানেজার হোসাইন আহমদ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন ইমাদ সিক্সার্সের ক্রিকেটার আনাস আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রশিদ আবদুল্লাহ, ইমাদ সিক্সার্সের উপদেষ্টা মোহন মিয়া, আমিনুল ইসলাম, চান্দভরাং উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রাশিদুল ইসলাম, পার্ট অফ হিউম্যানিটি টিমের ম্যানেজার রাহেল, যুক্তরাজ্য প্রবাসী আক্তার মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইমাদ সিক্সার্সের টিম ম্যানেজার নুরুল ইসলাম জুনেদসহ টিমের ক্রিকেটাররা।