Search

বিশ্বনাথের লিলু হত্যা মিশনে ছিল ভাড়াটে কিলার! অস্ত্র ও জুতা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যা মিশনের ভাড়াটে কিলার মাহবুবুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখলা গ্রামের খলিলুর রহমানের ছেলে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তার স্বীকারোক্তিতে লিলুর বাড়ির পাশ্ববর্তী খাল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র (রামদা) ও আসামির জুতা উদ্ধার করে পিবিআই।

এর দু’দিন পূর্বে গত রবিবার (৮ ডিসেম্বর) মাহবুবুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তারা।

সূত্র জানায়, পূর্ব শত্রুতা, এলাকার একটি হত্যা মামলার স্বাক্ষী ও গ্রামের ফটিক ডাকাত ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ মনিরুজ্জামান লিলুর উপর চরমভাবে ক্ষিপ্ত ছিল। তারা বিভিন্নভাবে তাকে হত্যার সুযোগ খুঁজছিলো। মিশন বাস্তবায়ন করতেই সুনামগঞ্জ কারাগারে থাকাকালে কিলার মাহবুবকে ভাড়া করা হয়। পরে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে মাহবুবকে নিয়ে লিলুকে অপহরণ ও মুক্তিপণ আদায় শেষে হত্যার চুড়ান্ত ছক আঁকা হয়। একাধিকবার ঘটনাস্থল রেকি করার পর ঘটনার দিন সন্ধ্যারাতে লিলুর বসতঘরের পাশেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

লিলু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের এসআই তরিকুল ইসলাম জানান, ‘এ মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয় ক্রসফায়ারে নিহত নওধার গ্রামের ফটিক ডাকাতের চাচাতো ভাই আফজলকে। পরে, তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় মাহবুবুর রহমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। হত্যাকান্ডে তাকে ভাড়া করা হয়েছিল। এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে আজ হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র ও তার জুতো উদ্ধার করা হয়। ঘটনার পর গ্রেপ্তার আফজলের চাচাতো ভাই ফটিক ডাকাত কয়েক বছর পূর্বে ক্রসফায়ারে নিহত হন। এ ঘটনায় তার পরিবার মনিরুজ্জামান লিলুকে দায়ী করে আসছিল। এর প্রতিশোধ হিসেবে তাকে হত্যার পরিকল্পনা নিয়েছিল তারা-এ কথাবার্তা এলাকায় চাউর ছিল। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট বুধবার রাতে বাড়ির পার্শ্ববর্তী মসজিদ থেকে এশার নামাজ শেষে ফেরার পথে বসতঘরের কাছেই নওধার (পূর্বপাড়া) গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ও স্থানীয় বৈরাগিবাজারে ফার্ণিচার ব্যবসায়ী মনিরুজ্জামান লিলুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৬ আগস্ট শুক্রবার সকালে তার স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নাম্বার ৯।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত