Search

বিশ্বনাথে ডা. মাহমুদুল আমিন বডিবিল্ডিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন ইমরান

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ‘ডা. মাহমুদুল আমিন বডিবিল্ডিং কম্পিটিশন-২০২৪’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের ‘বিশ্বনাথ ইনডোর স্টেডিয়াম’-এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

১৭ জন প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন ডা. আমিন জিমের মোহাম্মদ ইমরান এবং রানার্সআপ হয়েছেন আজাদ জিমের আল-আমিন। কম্পিটিশনে ৩য় স্থান অধিকার করেন ডা. আমিন জিমের ইমন আলী।

কম্পিটিশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস্টার বাংলাদেশের সাবেক চ্যাম্পিয়ন ও সিলেট জেলা জিম মালিক সমিতির সভাপতি বাবলু মিয়া, সমিতির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, ডা. আমিন জিমের পরিচালক ফজলুল আমিন ও মুহিবুর রহমান সুজেদ।

পরে, একই স্টেডিয়ামে ২০ টিমের অংশগ্রহণে ডা. আমিন জিম ইনডোর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় আইকন টিম বিশ্বনাথ এবং রানার্সআপ হয় ব্রাদার্স এফসি। টুর্ণামেন্টে ৩য় স্থান অধিকার করে রুহুল এফসি।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত