Search

বিশ্বনাথে দিনদুপুরে দুঃসাহসিক চুরি, টাকা-স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে একটি বাড়িতে দিনদুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বাড়ির চারটি পরিবারের বসতঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে চোর। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামে ব্যবসায়ী হেলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

হেলাল মিয়া জানান, আজ তার ছোট বোনের বিয়ে ছিল। তাই তিনি ও বাড়ির অন্য তিনটি পরিবারের সবাই নিজ নিজ বসতঘর তালাবদ্ধ করে জুমার নামের পূর্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চলে যান। এই সুযোগে তার নিজ ঘর ও প্রতিবেশী আইয়ুব আলী, তঞ্জব আলী ও দুবাই প্রবাসী আবুল কালামের বসত ঘরের দরজা ভেঙ্গে নগদ প্রায় সাড়ে ৪ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোর। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে তারা দেখতে পান, সকলের ঘরের তালা ভাঙ্গা ও ভেতরের সবকিছু তছনছ করা। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।

এ বিষয়ে কথা হলে থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ‘খালি বাড়ি পেয়ে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত হচ্ছে। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত