Search

ফের মাঠে গড়াচ্ছে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট, এবার চ্যাম্পিয়নরা পাবে ৩ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক :: আগামি ২ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বিশ্বনাথের খেলাধুলার ইতিহাসে বিগ বাজেটের আয়োজন ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসর। ওই আসরকে সামনে রেখে বুধবার (২৭ নভেম্বর) রাতে পৌরশহরের নতুন বাজার এলাকায় টুর্ণামেন্টের অন্যতম অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশারের বাসভবন প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ৫ম আসরের প্রস্তুতি সভায় জানানো হয়, এবারের আসরটি বসবে স্থানীয় শ্রীধরপুর গ্রামের ফুটবল মাঠে এবং আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লক্ষ টাকা প্রাইজমানি ও একটি ট্রফি। বিশ্বনাথ উপজেলার সেরা ৮টি ও সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার সেরা ৮টি দলসহ ১৬টি দলের অংশগ্রহণে ৫ম আসর অনুষ্ঠিত হবে। এতে রানার্সআপ দল পাবে ২ লক্ষ টাকা প্রাইজমানি ও একটি ট্রফি। প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে থাকবে নগদ ১ হাজার টাকা ও একটি ট্রফি। এছাড়া, এবারের আসরে প্রথমবারের মতো দর্শকদের জন্য র‌্যাফেল ড্র’র মাধ্যমে থাকছে নগদ ১ লক্ষ টাকা।

বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরকুম আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্ণামেন্টের অন্যতম অর্থদাতা ও শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশার, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, পৌরশহরের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা সোলেমান খান বাবুল, বিএফসি ফুটবল একাডেমির সভাপতি লুৎফুর রহমান জুয়েল।

আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহসভাপতি হেলাল আহমদ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি মিছবাহ উদ্দিন।

লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ৫ম আসরের উদ্বোধনী ম্যাচসহ প্রত্যেকটি ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করার জন্য সর্বস্তরের ফুটবল প্রেমিকদের আমন্ত্রণ জানিয়েছেন টুর্ণামেন্টের অর্থদাতা প্রবাসী ও আয়োজকগণ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত