জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মাদানীয়া মাদ্রাসার আল-আশরাফ মিলনায়তনে কাউন্সিল সম্পন্ন হয়।
উপজেলা জমিয়তের সদ্য সাবেক সভাপতি মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সভাপতি শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আমিন উদ্দিন।
কাউন্সিলে সম্মতিক্রমে
মাওলানা জহির উদ্দিনকে সভাপতি, প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও মুফতি আহমদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মাওলানা শামসুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম ছমির, মাওলানা শাহ্ রশীদ আহমদ মিয়াজানী, মাওলানা নুরুল ইসলাম, মুফতি মুঈনুল ইসলাম, মুফতি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ ও মাওলানা নেসার আল মাহমুদ, প্রচার সম্পাদক হাফেজ শওকত আলী, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ শাহেদ আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সালেহ আহমদ।-প্রেসবিজ্ঞপ্তি













