Search

বিশ্বনাথে বর্ণিল আয়োজনে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেটের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার বাজার ক্রিড়া সংস্থার বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ক্রিকেট) ৫ম আসরের খেলোয়াড় নিলাম কার্যক্রম। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যারাতে বাজার সংলগ্ন মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমন্বয়ক আবু বক্করের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুল মানিক, মজম্মিল আলী, হাজী রুসমত আলী, বখতিয়ার আলী ও সাদিকুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ স্পোর্টস ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি মিছবাহ খান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সাথী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, বিশ্বনাথ স্পোর্টস ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার প্রচার সম্পাদক সাব্বির আহমদ।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংস্থার সহপ্রচার সম্পাদক মো. জাবু শাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহির আহমদ এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু।

নিলাম কার্যক্রমে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমন্বয়ক আবু বক্কর, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এমদাদুল হক ও ওসমান আহমদ।

এ সময় সংস্থার সদস্যসহ ৭টি টিমের টিম ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত