নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘ইসলামী যুব সংস্থা তেলিকোনা’র উদ্যোগে ও আল-আমিন নার্সারীর সহযোগিতায় গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে তেলিকোনা গ্রামে সংস্থার সাবেক সভাপতি আলী আহমদ শামিমের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরণ করা হয়।
ইসলামী যুব সংস্থা তেলিকোনার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সাদিক আহমদ হাসানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজ্জাতুন নেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিক আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমির উদ্দিন, ছহিফা সুলতানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুছাদ্দিক হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সিলেট জজকোর্টের আইনজীবী মাস-উদ হাসান।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংস্থার সদস্য সায়েক আহমদ।
পরে, ইসলামী যুব সংস্থা তেলিকোনার পক্ষ থেকে স্থানীয় দ্বীপবন্দ (বিলপাড়) যুক্তরাজ্য প্রবাসী রুকনুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
সংস্থার নেতৃবৃন্দকে নিয়ে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথি খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, সাবেক সদস্য আমির উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক মিজানুর রহমান, সিলেট জজকোর্টের আইনজীবী মাস-উদ হাসান, সংস্থার সিনিয়র সদস্য কামাল হোসেন, সুজন আহমদ, নাজমুল হোসেন পাবেল প্রমুখ।













