সিলেটের বিশ্বনাথে ২০টি হাফেজিয়া মাদ্রাসার ১৮৫ জন শিক্ষার্থী নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল ক্বোরআন প্রতিযোগিতা’। সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলীর পৃষ্ঠপোষকতায় এবং প্রজেক্টের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনায় আগামি শনিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী অলংকারী ইউনিয়নের হাজী তাহির আলী উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার ব্যবস্থাপনায় থাকা সাবিলিল্লাহ্ প্রজেক্টের নেতৃবৃন্দ জানান, এলাকার ২০টি হাফেজিয়া মাদ্রাসার ১৮৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হয়েছেন। ক, খ ও গ এই তিনটি বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় ক বিভাগে অর্থাৎ ক্বোরআন শরীফের ১ম পারা থেকে ১০তম পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ৪ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ৩ হাজার টাকা প্রাইজমানি। খ বিভাগে অর্থাৎ ১ম পারা থেকে ২০তম পারা প্রতিযোগিতা ১ম স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ৭ হাজার টাকা, ২য় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ৫ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ৩ হাজার টাকা প্রাইজমানি। গ বিভাগে অর্থাৎ ১ম পারা থেকে ৩০তম পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ১৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ১০ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ৫ হাজার টাকা প্রাইজমানি।
তারা আরও জানান, প্রতিযোগিতার প্রত্যেক বিভাগে মেধাক্রম অনুসারে ১০জন করে মোট ৩০জনকে জনপ্রতি ১ হাজার প্রাইজমানি প্রদান করা হবে। সবমিলিয়ে প্রতিযোগিতায় প্রাইজমানি থাকছে ৮৭ হাজার টাকা। এছাড়াও, সাবিলিল্লাহ্ প্রজেক্টের চেয়ারম্যান আলমাছ আলীর ছেলেদের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে শান্তনা পুরষ্কার হিসাবেও প্রাইজমানি প্রদান করা হবে।
প্রতিযোগিতায় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করবেন আজম আলী৷ এছাড়া, ক বিভাগে মাসুক আহমদ, খ বিভাগে আব্দুল মজিদ বিএসসি ও গ বিভাগে মাওলানা মো. হাবিবুর রহমান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক, পরীক্ষকদের জন্যে দুপুরের খাবারের ব্যবস্থাও থাকছে।
পরীক্ষা গ্রহণের একমাসের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেওয়া মাদ্রাসাসমুহে ফলাফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, সাবিলিল্লাহ্ প্রজেক্টের ফেসবুক পেজেও ফলাফল পোস্ট করা হবে এবং একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হবে।-প্রেসবিজ্ঞপ্তি













