Search

আবরার ফাহাদকে আনুষ্ঠানিক স্মরণ করল বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল

ছাত্রলীগের হাতে নির্মম হত্যার শিকার বুয়েটের মেধাবী শিক্ষার্থী, দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকীতে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (৭ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে প্রথমে মৌন মিছিল ও শেষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলীর সভাপতিত্বে সিনিয়র সদস্য সুজেল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ফয়ছল আহমদ, সালেহ আহমেদ, আব্দুল গফফার আতিক, রায়হান আলী, আব্দুল্লাহ, রাইয়ান আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা
মাসুম আহমেদ, কাওছার, রুজেল আলী, মিজান, নোমান, আলামিন, নাহিদ, কামরান, নাইম, সুরুজ আলী, খালেদ, মুস্তাকিম, ফাহিম প্রমূখ।

সভাপতির বক্তব্যে রাসেল আলী বলেন, আবরার ফাহাদ একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। ২০১৯ সালে দেশের স্বার্থে নয় বরং স্বৈরাচার শেখ হাসিনা নিজের স্বার্থে ভারতের সাথে কিছু চুক্তি করে। তার প্রতিবাদ করায় শেখ হাসিনার হেলমেট বাহিনী ছাত্রলীগ নির্মমভাবে হত্যা করে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং আবরার ফাহাদের খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানাই।-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত